প্রকাশিত হয়েছেঃ মার্চ ৪, ২০২২ সময়ঃ ৭:১৪ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ ) বিকাল সাড়ে তিনটায় ময়মনসিংহের রফিক উদ্দীন ভুঁইয়া স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট, ২০২২-এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফজলে রাব্বি, সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।