প্রকাশিত হয়েছেঃ মার্চ ২, ২০২২ সময়ঃ ৪:০৫ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বুধবার (২ মার্চ) সকালে উপজেলা চত্বরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজন এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এবারের ভোটাধিকার দিবসে মূল প্রতিপাদ্য বিষয় “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন, তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মোঃ ফজলুল হক,উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত,তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদিপ চক্রবর্তী রনু ঠাকুর, তারাকান্দা উপজেলার ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, সালমা আক্তার কাকন, তারাকান্দা উপজেলা পরিষদ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বীমা কর্মিগণ উপস্থিত ছিলেন।