বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মার্চ ১, ২০২২ সময়ঃ ৫:৫০ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকাল ১১ টায় গফরগাঁও প্রেসক্লাবের শামসুল হক মিলনায়তনে প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহবায়ক মোঃ জহিরুল কবির, যুগ্ম-আহবায়ক মোঃ আবু নাঈম সালেহ আহমেদ, মোঃ শামসুল হুদা, মোছাঃ মাহমুদা আক্তার সুমনা, ডি, এম মাজহারুল আলম, সদস্য সচিব মোঃ খোদাদাদ হোসাইন সিদ্দিকী, সদস্য মোঃ আমিনুল ইসলাম, রুহুল আমিন ফকির, মোঃ আতাউর রহমান দিদারসহ ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের শিক্ষক নেতৃবৃন্দ প্রমূখ।

সংবাদ সম্মেলনে বক্তারা প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সদয় অনুগ্রহ কামনা করে তাদের যৌক্তিক দাবি তুলে ধরে বলেন, দেশে স্নাতক পাস যোগ্যতায় বিভিন্ন পেশায় ১০ম গ্রেডে বেতন পাচ্ছে। কিন্তু প্রাথমিক শিক্ষকদের নিয়োগ স্নাতক হলেও বেতন গ্রেড ১৩তম। তাই অচিরেই গ্রেড বৈষম্য নিরসন করে জাতি গড়ার কারিগরদের যথাযথ মর্যাদা দিতে
জোর দাবি করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com