প্রকাশিত হয়েছেঃ মার্চ ১, ২০২২ সময়ঃ ৫:০০ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
গফরগাঁওয়ে “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ স্লোগানে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(১মার্চ) সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গফরগাঁও উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিযদ এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান। এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিযদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মীর আবুল কাশেম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সলিমউল্লা মোস্তফা ও নাসির উদ্দীন মনি প্রমূখ। আলোচনা সভা সঞ্চালনা করেন পপুলার ইসলামি লাইফ ইন্সুরেন্সের ইনচার্জ শফিকুল ইসলাম কাশেম।