বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ মার্চ ১, ২০২২ সময়ঃ ১:০৮ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ),১ মার্চ।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা ভরাডোবা গ্রামে হাসমত আলী নামে এক পঙ্গু মুক্তিযোদ্ধার বাড়ি দখলের চেষ্টা শিরোনামে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশের পর মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে ছুটে যান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আব্দুল্লাহ আল বাকিউল বারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদারসহ মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন। পরে বিবাদিপক্ষকে ডেকে ইটের স্থাপনা সড়িয়ে নেয়াসহ মুক্তিযোদ্ধার ঘর দখলমুক্ত করে বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন।
উল্লেখ, উপজেলার ভরাডোবা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মুক্তিযোদ্ধা হাসমত আলীর (মুক্তিযোদ্ধা গেজেট নম্বর-৪৭১৬) সাথে ভরাডোবা মৌজায় ঘরসহ কতক জমি নিয়ে একই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম গংদের বিরোধ চলে আসছিলো। এরই জের হিসেবে প্রতিপক্ষরা জোড়পূর্বক মুক্তিযোদ্ধার ঘর ও ওই জমিতে ইটের স্থাপনা নির্মাণ শুরু করেন। পরে নিরুপায় হয়ে হাসমত আলীর ছেলে হাবিবুর রহমান বাদল বাদী হয়ে রোববার দুপুরে মডেল থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ওই ঘটনাটি মঙ্গলবার সচিত্র সংবাদ হিসেবে প্রকাশিত হয়।
অভিযুক্ত শফিকুল ইসলাম জানান, ইউএনও মহোদয়ের নির্দেশ অনুযায়ী স্থাপনা সড়িয়ে নেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, পত্রিকায় সংবাদ দেখে মঙ্গলবার সকালে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং বিবাদিপক্ষকে ডেকে মুক্তিযোদ্ধার ঘর দখলমুক্ত ও ইটের স্থাপনা সড়িয়ে নেয়ার নির্দেশ দেন। উচ্চ আদালতে চলমান মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত জমি ও ঘর মুক্তিযোদ্ধার দখলে থাকবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com