বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৮, ২০২২ সময়ঃ ৬:৩৪ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের বক্তব্য সুস্পষ্ট ‘নির্বাচন কমিশন যাই হোক, আমরা তাতে বিশ্বাস করি না। আমরা যেটা বিশ্বাস করি , আওয়ামী লীগ যুদি সরকারে থাকে নির্বাচনের সময় কোন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না।
তিনি আরো বলেন, ডা. জাফরউল্লাহ নির্বাচন কমিশন নিয়ে যে মন্তব্য করেছেন , এটি তাঁর ব্যক্তিগত মত। জাফরুল্লাহ বিএনপি’র কেউ না। জাফর উল্লাহ সাহেবের বক্তব্য ,বিএনপি’র বক্তব্য নয়।
সারা দেশে চাল,ডাল, তেল ,গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবি’র মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম শহর সর্বত্র জনসাধারণের মাধ্যমে পণ্য সরবরাহের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহ মহানগরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় সড়কের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গ্যাস বিদ্যুৎ পানি ঢাকা শহরে তিন দফা চার দফা করে দাম বাড়তেছে। যারা দায়িত্বে আছে তারা এত দুর্নীতি করে, এত ঘুষ খায় ,এত চুরি করে ,বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় নাই।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের সাথে প্রতারণা করেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেটি আওয়ামীলীগ চেয়েছিল। যার জন্য আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল। শত শত মানুষকে হত্যা করেছিল। রাজপথে বাস পুড়ে করেছিল, কলকারখানা বন্ধ করে দিয়েছিল। কোর্ট বন্ধ করে দিয়েছিল। সেই তত্ত্বাবধায়ক বিধান পাস হলো, সংবিধানের যুক্ত হলো, তার আমলে চারটা নির্বাচন হয়ে গেল সুষ্ঠুভাবে। কিন্তু একজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন। আর আওয়ামীলীগ এটাকে লুফে নিল। আজকে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে এসে পরপর দুটো নির্বাচন করে এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ধুলিস্যাৎ করে দিয়েছে।
বর্তমান সরকার বিএনপির নেতা-কর্মীদের দমিয়ে রাখতে সারা দেশে অন্তত ৩৫ হাজার বিএনপির নেতা-কর্মীর নামে মামলা করেছে। মামলা ও পুলিশের হাত থেকে বাঁচতে বিএনপির ও অঙ্গ সংগঠনের অনেক কর্মী আজ নিজের এলাকায় ছেড়ে ঢাকায় গিয়ে রিকশা চালিয়ে , ভ্যান চালিয়ে এমনকি নৈশ্য প্রহরীর কাজ করে জীবন চালাচ্ছেন। অবিলম্বে বিএনপির নেতা-কর্মীদের নামে এসব মিথ্যা মামলা প্রত্যহার করতে হবে।
আজ স্বাধীনকার ৫০ বছর পর দেশের মানুষের কথা বলার অধিকার নেই। দেশে আজ ৪২ টি টেলিভিশন চ্যানেল, অনেক সংবাদপত্র। কিন্তু কেই স্বাধীন না। সরকারের বিরুদ্ধে সত্য বলতে গেলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে সরকার সাংবাদিকদেও জেলে পুওে রাখছে।
স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতির পর একটি বেসরকারি হাসাতালের মালিককে জেলে নেওয়া হয়েছে। ওই হাসপাতালের মালিক স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চুক্তি করলেও স্বাস্থ্যমন্ত্রী বহাল তবিয়তে আছেন।
তিনি আরও বলেন, আজকে গণতন্ত্রের জন্য এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা তাতে নিরপেক্ষ নির্বাচন চায় মানুষ । এখনো সময় আছে চাল, ডাল, তেল, গ্যাস , পানি ,বিদ্যুতের দাম কমাও । জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে পদত্যাগ করো। একটি সুষ্ঠু নির্বাচন করে জনগণের কাছে ক্ষমতা দাও।
বেলা ১১ টায় শুরু হওয়া সমাবেশে সকাল থেকেই ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা আসতে থাকে।
সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও স সাংগঠনিক সম্পাদক ওরারেছ আলী মামুনসহ ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com