বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৭, ২০২২ সময়ঃ ৬:৫০ অপরাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ভালুকা উপজেলা ভরাডোবা গ্রামে এক পঙ্গু মুক্তিযোদ্ধার বাড়ি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা ছেলে হাবিবুর রহমান বাদল বাদী হয়ে রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দিয়েছেন। স্থানীয় একটি সঙ্ঘবদ্ধ ভূমিদস্যু
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মুক্তিযোদ্ধা হাসমত আলীর (মুক্তিযোদ্ধা গেজেট নম্বর-৪৭১৬) সাথে ভরাডোবা মৌজায় ঘরসহ কতক জমি নিয়ে একই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম গংদের বিরোধ চলে আসছিলো। এরই জের হিসেবে প্রতিপক্ষরা জোড়পূর্বক ওই জমিতে ইটের ঘর নির্মাণ শুরু করেন। পরে নিরোপায় হয়ে হাসমত আলীর ছেলে হাবিবুর রহমান বাদল বাদী হয়ে রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যপারে শফিকুল ইসলাম জানান, এই জমিতে আমার মার পৈত্রিক সূত্রে অধিকার রয়েছে। তাই আমরা ঘর নির্মান করছি। বর্তমান বিআরএস রেকর্ডে আপনাদের নামে কতোটুকু রেকর্ড হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি প্রেতিবেদককে উল্টো প্রশ্ন করে বলেন. আপনি কি ওই সম্পত্তির অশিংদা? আগামী মঙ্গলবার স্থানীয় চেয়ারম্যান এ বিষয়ে বসবেস আপনিও উপস্থিত থাইকেন।
ভালুকা মডেল থানার ওসি মো: কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। আগামী বুধবার দু’পক্ষকেই থানায় আসতে বলেছি।
উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, মুক্তিযোদ্ধার ছেলে হাবিবুর রহমান বাদল বাদী হয়ে আমার কাছে একটি অভিযোগ নিয়ে আসেন। ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি দেখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com