প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৭, ২০২২ সময়ঃ ১:০৯ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (২৭ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৯.৩০ টায় নগরীর বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো: আমান উল্লাহ্।
আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম, বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।