বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৬, ২০২২ সময়ঃ ৫:২৬ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত কাজে ব্যবহার করা দুটি পিকআপভ্যান এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর জেলার শ্রীবর্দী থানার ঝগড়ারচর এলাকার মৃতঃ আঃ কাদের ওরফে কাদিরের পুত্র মোঃ হানিফ মিয়া (৩০), চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার চুনতি বাজার এলাকার মৃত আইয়ুব আলীর পুত্র মোঃ সাদ্দাম হোসেন (২২), নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার উত্তর সনুই এলাকার মোঃ ফিরোজ মিয়ার পুত্র মোঃ মাসুদ মিয়া (৩০), চাঁদপুর সদর উপজেলার কুড়ালিয়া এলাকার মোঃ মান্নান ওরফে মান্নান গাজীর পুত্র নূর ইসলাম গাজী ওরফে নূরা (৩০), এবং জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া এলাকার মৃত মুজিবের পুত্র মোঃ মোখলেস (২৮)। তাদেরকে সবাইকে গাজীপুরের টঙ্গীর হতে গ্রেফতার করা হয়।
 জেলা গোয়েন্দা ডিবি’র অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান,  গত ১৯ শে ফেব্রুয়ারি আনুমানিক রাত ২.৪০ টায় দুটি পিক-আপ ভর্তি অজ্ঞাতনামা একদল ডাকাত ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ঈশ্বরগঞ্জ থানাধীন স্পার্ক ভিশন লিঃ এর আয়রন ফ্যাক্টরিতে নাইটগার্ড কে বেঁধে বিভিন্ন সাইজের স্টীলের পাইপ, লোহার এঙ্গেল, এঙ্গেলের ফ্রেম, স্টীলের প্লেট ও অক্সিজেন সিলিন্ডার সহ মোট অনুমান ৭ মেট্রিকটন লৌহ সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। এ সংক্রান্তে ঈশ্বরগঞ্জ থানার ২১ ফেব্রুয়ারি একটি মামলা নং ১৭ রজু করা হয়। মামলার ভিত্তিতে লুণ্ঠিত মালামাল উদ্ধারে জন্য ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা  পুলিশ অভিযান পরিচালনা করে। পাঁচদিন ধারাবাহিক অভিযান পরিচালনা করে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি)সাড়ে ৩ টায় টংগী ষ্টেশন রোড থেকে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ডাকাতদের স্বীকারোক্তি ও দেখানো মতে গাজীপুর পুবাইল থানার মাজুখানএলাকা হতে ডাকাতিকালে লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল এর মধ্যে রয়েছে ২০ ফুট দৈর্ঘের ১০টি স্টীল স্কয়ার বার। মোট ২০০ ফুট, ৮ ইঞ্চি ব্যাস ও বিভিন্ন দৈর্ঘ্যের স্টীল পাইপ ৩৯টি মোট দৈর্ঘ্য ৩০০ফুট, স্টীল প্লেট/ সীট ১৬ টি, অক্সিজেন সিলিন্ডার ৩টি, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ২টি, প্রতিটি ১০ ফুট করে স্টীল এঙ্গেল ৭৬ টি।
ঈশ্বরগঞ্জ থানার ডাকাতি মামলা সংক্রান্তে গ্রেপ্তারকৃত  আসামিদেরকে ৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com