প্রকাশিত হয়েছেঃ জুন ১২, ২০২১ সময়ঃ ৬:৩১ অপরাহ্ণ
ত্রিশাল প্রতিনিধি:-
ময়মনসিংহের ত্রিশালে ১২ জুন শনিবার ২য় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক, মোহাম্মদ এনামুল হক। এ সময় আশ্রয়ণ প্রকল্পের ঘরের সঠিক উচ্চতা, মাটির নিচের লেয়ার, নির্মাণ সামগ্রী ও ঘরের ভিত্তি পরীক্ষা করে দেখা হয়।
আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল মোস্তাফিজুর রহমান; উপজেলা পরিষদ চেয়ারম্যান, ত্রিশাল আলহাজ্ব আবদুল মতিন সরকার; সহকারী কমিশনার (ভূমি), ত্রিশাল জনাব মোঃ তরিকুল ইসলাম; জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মুহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা প্রকৌশল অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্যসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এছাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নে “উপজেলা টাস্কফোর্স” কমিটির সদস্যবৃন্দের সাথে জেলা প্রশাসক, ময়মনসিংহ জনাব মোহাম্মদ এনামুল হক মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।