প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৪, ২০২২ সময়ঃ ৭:০৯ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ২৫ সদস্য বিশিষ্ট গফরগাঁও পৌর শাখা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
গত মঙ্গলবার (২২ফেব্রুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সস্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গফরগাঁও পৌর শাখা সেচ্ছাসেবক দলের নতুন কমিটির আহ্বায়ক মোঃ মাহবুবুল ইসলাম ইমন বিযয়টি জানিয়েছেন। ২৫ সদস্য বিশিষ্ট গফরগাঁও পৌর শাখা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল গফরগাঁও পৌর শাখা কমিটির আহ্বায়ক মোঃ মাহবুবুল ইসলাম ইমন, যুগ ্নআহ্বায়ক মাসুদুর রহমান, মোঃ আবু আব্দুল্লাহ আল বাপ্পী, মনিরুজ্জামান খান,কামরুজ্জামান সোহেল, আব্দুল্লাহ ইবনে আজাদ কল্লোল, ইকরাম হোনেন, আসাদুল হক সবুজ. কমিটির সদস্য সচিব করা হয়েছে মোঃ আজহারুল ইসলাম রিজভীকে। যাদেরকে সদস্য করা হয়েছে তারা হলেনঃ মাজহারুল ইসলাম মনির, আনিছুর রহমান, মোঃ ইব্রাহীম মিয়া, মনোয়ার হোসেন সোহাগ, মোঃ বাবু, মোঃ আরিফুল ইসলাম, মোঃ মোজাম্মেল, রাশেদুল হাসান ফরহাদ,আজহারুল ইসলাম অসীম, মোঃ হাই ইসলাম,মোঃ সোহাগ মিয়া, মোঃ ইমরান, মোঃ মনির মিয়া, মোঃ কাইয়ুম মিয়া, খলিলুর রহমান খলিল, আমিনুল ইসলাম আমিন।