প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৪, ২০২২ সময়ঃ ৬:৪৪ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।। ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ৭টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। এসময় সাতটি ইটভাটায় সর্বমাট ২৯,০০,০০০/- (ঊনত্রিশ লক্ষ) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয়। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুবেল মাহমুদ এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ৭টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমাট ২৯,০০,০০০/- (ঊনত্রিশ লক্ষ) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ রুহুল আমিন। এ সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মিহির লাল সরদার উপস্থিত ছিলেন। স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিস নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগনকে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।