প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৩, ২০২২ সময়ঃ ৭:৩৯ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ট্রাকের ধাক্কায় বুলবুল মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগ অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত বুলবুল মিয়া (৪০) উপজেলার নন্দীপাড়া গ্রামের আবু সেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা থেকে মোটারসাইলে যাত্রী নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে উপজেলার সিডস্টোর এলাকায় যাচ্ছিলেন বুলবুল মিয়া। ওই সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় যাত্রীসহ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন বুলবুল। পরে উদ্ধার করে প্রথমে তাঁকে ভালুকা উপজেলা সাস্থ্যকমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।