প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৩, ২০২২ সময়ঃ ২:৩৮ অপরাহ্ণ
চট্টগ্রাম ব্যুরো,২৩ ফেব্রুয়ারী।।
ইমামে আহলে সুন্নত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল মাইজভান্ডারীর ৮৫ তম খোশরোজ শরীফ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৩ ফেব্রুয়ারি বুধবার ফটিকছড়ি নানুপুর ইউপি চেয়ারম্যান শফিউল আজম এর সভাপতিত্বে মাইজভান্ডারী দরবার শরীফের মইনীয়া মনজিল এ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন, রোসান্গীরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব , খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, তানভীর এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল মনির ও ব্যবসায়ী তৌহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে পুরস্কার গ্রহন করছে তানভীর সিরাজ।