বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২১, ২০২২ সময়ঃ ৭:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো, ২১ ফেব্রুয়ারী।।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনএলপি) ল্যাবের উদ্যোগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় “ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং উইথ পাইথন” ( National Training on Natural Language Processing with Python) শীর্ষক এক জাতীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ ২১শে ফেব্রুয়ারি (সোমবার) ২০২২ খ্রি. সিএসই বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট এনএলপি ল্যাবের পরিচালক ও শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন এনএলপি ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, টিগার আইটি বাংলাদেশ লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার জনাব মো. রাজিব হোসেন ও চুয়েট সিএসই বিভাগের প্রভাষক জনাব ওমর শরীফ। এতে ৬০ জন ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com