প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২০, ২০২২ সময়ঃ ৫:৪৪ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
রুটির প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিুশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক কিশোর নাদিম মিয়া (১৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটে ১৯ ফ্রব্রুয়ারী শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের যশরা গ্রামে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রবাসী হুমায়ুন কবিরের স্ত্রী তাঁর ৬ বছরের মেয়ে, স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে বসতঘরে রেখে পাশ^বর্তী আত্বীয় বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যায় ৬টার দিকে শিশু শিক্ষার্থী বসতঘরে পড়ালেখা করছিলো। এ সময় প্রতিবেশী নাদিম ফাঁকা ঘরে এসে রুটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে শিশু শিক্ষার্থীর মা বাড়িতে ফিরে এসে মেয়েকে কান্না করতে দেখে জিজ্ঞেস করে, ধর্ষণের ঘটনাটি জানতে পারে। এ বিষয়ে শিশু শিক্ষার্থীর মা শনিবার রাতে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঐ রাতেই ধর্ষক কিশোর নাদিমকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত ধর্ষক কিশোর নাদিমকে আজ রোববার সকালে ময়মনসিংহ আদালতে পাঁঠানো হয়েছে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, শিশু ধর্ষণের অভিযোগের ভিত্তিতে ধর্ষক কিশোরকে গ্রেফতার করে ময়মনসিংহ আদালতে পাঁঠানো হয়েছে।