বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জুন ১১, ২০২১ সময়ঃ ৯:১০ অপরাহ্ণ

মো.জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
 ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শিল্পকলা একাডেমির পাশ্ববর্তী খালে মাছ অবমুক্ত করার মাধ্যমে জৈবিক উপায়ে মশক নিধনে মাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
শুক্রবার ( ১১ জুন)  বিকেল ৪ টায় জৈবিক উপায়ে মশক নিধনের এ মাছ অবমুক্ত করা হয়।
এ সময় তিনি বলেন, মশক নিধনে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জৈবিক উপায়ে মশক নিধনে আমরা কাজ করছি। ইতোপূর্বে ১০ হাজার ব্যাঙ নগরীর বিভিন্ন খালে-ড্রেনে-জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। আজ প্রাথমিকভাবে ৫০ হাজার মাছ অবমুক্ত করা হচ্ছে। পরবর্তীতে আরো মশক নিধনকারী মাছ অবমুক্ত করা হবে।
তিনি আরো জানান, মশক নিধনে উন্মুক্ত জলাশয়ে হাঁস পালন এবং বৃক্ষ রোপনেরও পরিকল্পনা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের।
উল্লেখ্য, মশক নিধনে তেলাপিয়া ও খলিশা মাছ নগরীর বিভিন্ন খাল, ড্রেন ও জলাশয়ে অবমুক্ত করা হবে।
এ সময় ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com