প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২০, ২০২২ সময়ঃ ৮:৩০ পূর্বাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীকে শুক্রবার বিকালে শ্লীলতাহানী করার অভিযোগ উঠেছে একই এলাকার বখাটে শাকিল (২২) এর বিরুদ্ধে। ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে শিক্ষার্থীর পিতা ও ভাই। ঘটনাটি ঘটে গফরগাঁও উপজেলার মহির খারুয়া গ্রামে। গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে শিক্ষার্থী নিজেই বাদী হয়ে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মহিরখারুয়া এলাকার আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী বাড়ি ফেরার পথে নবী চেয়ারম্যানের বাড়ির সামনে পাকা রাস্তায় একই এলাকার বখাটে শাকিল সঙ্গীয় কয়েকজনকে সাথে নিয়ে শিক্ষার্থী পথরোধ করে এবং শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেয় । এতে রাজি না হওয়ায় বখাটে শাকিল আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীর ওড়না টেনে নিয়ে শরীরে বিভিন্ন স্থানে হাত দেয়। সংবাদ পেয়ে শিক্ষার্থীর পিতা হেলাল উদ্দিন ও ভাই রানা (১৫) বখাটে শাকিলের বাড়িতে গিয়ে প্রতিবাদ করে। এসময় শাকিলের পিতা তারাব হোসেন (৫১) তার দুই ছেলে শাকিল (২২) ও সজিব (২৬) দেশিয় অস্ত্র দা ও রড় নিয়ে তাদের উপর হামলা করে। অস্ত্রের আঘাতে হেলাল উদ্দিনের মাথায় ও রানার হাতে গুরুতর জখম হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ঘটনাদিন রাতেই আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, মেয়েটি নিজেই বাদী হয়ে অভিযোগ দিয়েছেন, মামলা প্রক্রিয়াধিন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।