প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৯, ২০২২ সময়ঃ ৫:২৫ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে গত শুক্রবার রাতে পায়ের নুপুর নিয়ে বউ-শ্বাশুড়ির ঝগড়ার শ্বাশুড়ি বিষপানে আত্নহত্যা করেছে।
আত্নহননকারী শ্বাশুড়ি হেনা আক্তার (৫০) উপজেলার রাওনা ইউনিয়নের ধুপাঘাট গ্রামের তফাজ্জল হোসেনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নিহত হেনা আক্তারের সাথে তার পুত্র আলামিনের স্ত্রী শিফা (২২) নুপুর নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্বাশুড়ি হেনা আক্তার তার পুত্রবধুর পেটে লাথি মারলে ৯ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ শিফার রক্তপাত শুরু হয়। রক্তপাত দেখে শ্বাশুড়ি হেনা আক্তার ক্ষোভে ও ভয়ে নিজ বসত ঘরের ভিতরে প্রবেশ করে বিষপান করে। পরে স্বজনরা এসে হেনা আক্তারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। অপর দিকে আশঙ্কাজনক অবস্থায় পুত্রবধূ শিফাকে স্বজনরা কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাওনা ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম বলেন, পায়ের নুপুরের জন্য বউ-শ্বাশুড়ির ঝগড়ার এ ঘটনা ঘটেছে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়মনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদনের উপর ভিত্তি করে আইনী পদক্ষেপ নেওয়া হবে।