প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৮, ২০২২ সময়ঃ ৮:৫২ অপরাহ্ণ
গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার পাগাড় ঝিনু মার্কেট এলাকায় গতকাল শুক্রবার বিকেলে বসতঘরে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে আট বছরের এক শিশু নিহত হয়েছে। নিহতের নাম আব্দুর রহমান। সে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চক শ্যামরামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তারা টঙ্গী পূর্ব থানার পাগার ঝিনু মার্কেট এলাকার চঞ্চল মিয়ার বাড়িতে ভাড়া থাকে। আগুনে তাদের ভাড়া ঘরটি ভষ্মিভূত হয়েছে।
স্থানীয়রা জানান, বাবা-মা প্রতিদিন শিশু জাবেদকে ঘরে একা রেখে কাজে যায়। শুক্রবার বিকেলে শিশুটি ঘরে একা শুয়ে ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে হঠাৎ আগুন লাগলে শিশুটি ভয়ে খাটের নিচে লুকায়। একপর্যায়ে আগুন ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকাল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষনে শিশুটি খাটের নিচে দগ্ধ হয়ে মারা যায়। স্থানীয়রা আরো জানান, অগ্নিকান্ডের সময় ঘরের দরজা খুলা ছিল।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, ‘ঘরের দরজা খুলা থাকলে শিশুটি আত্মরক্ষার্থে প্রথমেই বাহিরে বেরিয়ে আসতো, সে খাটের নিচে লুকাতে যেত না। ঘরের দরজা বন্ধ ছিল বলে আমরা ধারণা করছি’। তিনি আরো জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। এর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশে হস্তান্তর করে।
#