প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৮, ২০২২ সময়ঃ ৬:৪৯ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ ফেব্রয়ারি) বিকাল ৪টায় পৌরশহরের মধ্যবাজারস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র এস. এম ইকবাল হোসেন সুমন, জেলা আওয়ামী লীগের সদস্য দুলাল উদ্দিন আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল মনসুর আহমেদ, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, মোস্তফা কামাল মনি, শামসুল আলম খোকন, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, নজরুল ইসলাম তোতা, আক্তারুজ্জামান ঢালী, তারিকুল ইসলাম রিয়েল, মোফাজ্জল হোসেন সাগর, মাসুদুজ্জামান মাসুদ, সাহাবুল আলম, রোকসানা আক্তার প্রমূখ। বক্তারা আগামী ২৬ ফেব্রæয়ারিতে অনুষ্ঠেয় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল ও সার্থক করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।