প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৮, ২০২২ সময়ঃ ৬:৩৪ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ১৫ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শপথ নিয়েছেন। গত বৃহষ্পতিবার বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ পাঠ করান। এ সময় তিনি বলেন, আপনারা এখন ইউনিয়নের সকল জনগণেরই চেয়ারম্যান। তাই কারও প্রতি কোনো বৈষম্য না রেখে উন্নয়ন কাজ করবেন। তবেই আপনার ইউনিয়ন একটি মডেল হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ময়মনসিংহ-৯) নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। শপথের পর ৯নং পাঁচবাগা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহাবুবুল আলম মাহবুব তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘ প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, এবার একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে আমার এলাকাকে গড়ে তোলতে চাই’। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। উল্লেখ্য, গফরগাঁও উপজেলায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ গত ৫ জানুয়ারি /২২ ইং অনুষ্ঠিত হয়।