বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৮, ২০২২ সময়ঃ ৫:৫৩ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ১৫ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যরা শপথ নিয়েছেন। গত বৃহষ্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলায় দুইটি থানাধীন ১৫ ইউনিয়নে নব-নির্বাচিত ৪৫ জন সংরক্ষিত মহিলা এবং ১৩৫ জন সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান। এ সময় তিনি বলেন, এক একটি ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়নের একটি পরিবার। তাই ব্যক্তিগত স্বার্থকে না দেখে, ইউনিয়নের জনগণের কল্যাণে আপনারা চেয়ারম্যান, সদস্যরা নিঃস্বার্থভাবে কাজ করবেন। আপনারা এখন আর সাধারণ জনগণ নন। এলাকার উন্নয়নসহ জনগণের সেবার মধ্যে দিয়ে আপনারা সরকারের সাফল্য এবং অর্জনকে ধরে রাখবেন।
শপথের পর ৯নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত সাধারণ সদস্য মোঃ আব্দুল মালেক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘ প্রথমবারের মতো ইউপি মেম্বার নির্বাচিত হয়েছি, এবার একটি আদর্শ ওয়ার্ড হিসেবে আমার এলাকাকে গড়ে তোলতে চাই’।
অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার শামসুন নাহার ভূঁঞা, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, গফরগাঁও প্রেসক্লাব সভাপতি ও লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন, যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম মাহবুব সহ অন্যান্য চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গফরগাঁও উপজেলায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ ৫ জানুয়ারি /২২ ইং অনুষ্ঠিত হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com