বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জুন ১০, ২০২১ সময়ঃ ৭:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার দিগন্তবার্তা,১০ জুন:-
ময়মনসিংহের ভালুকায় মহান মুক্তিযোদ্ধের বীর শহিদদের স্মরণে স্মৃতিসস্তম্ভ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্ভোধন করা হয়েছে।
উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও পাঁচপাই এলাকায় মরহুম আব্দুল মোতালেব মাস্টারের বাড়ির সামনে ১৯৭১ এর মহান মুক্তিযোদ্ধে বীর শহিদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নিমার্ন করা হচ্ছে। পাড়াগাঁও গ্রামে শহিদ হয়েছিলেন সাবসেক্টর কমান্ডার মরহুম মেজর আফসার উদ্দিন আহমেদের ছেলে নাজিম উদ্দিন আহমেদ। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও আরও যাঁরা শহিদ হয়েছিলেন তাঁদের স্মরণে নির্মিত এই স্মৃতিÍম্ভ নির্মানের জন্য পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম আব্দুল মোতালেব মাস্টারের ছেলে মিজানুর রহমান ধনু আট শতক জমি দিয়েছেন।
এ উপলক্ষে বৃহস্প্রতিবার(১০জুন) বিকেলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল হবিরবাড়ি ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়। অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. নাজমুল আলম, বীর মুক্তিযোদ্ধা ডেভিট সুনিল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মো: ইসাহাক মেম্বার, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মো: মাইন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বলরাম সরকার, পাড়াগাঁও নবদিগন্ত হাইস্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান খান, প্রজেক্ট সুপারভাইজার আব্দুল আলিম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাইদুল, ছাত্রলীগ ১নং ওয়ার্ড সভাপতি শামিম খান, ২নং ওয়ার্ড সভাপতি নাহিদুজ্জামান সজীব, সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলাল,নাজিমুদ্দিন,শরীফ খান, ছাইদুর রহমান রতন, কবি সফিউল্লাহ আনসারী, ঠিকাদার মঞ্জুরুল আলম প্রমূখ।
প্রায় ত্রিশলক্ষ টাকা ব্যায়ে নির্মিত এই কাজের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ইবতিহাজ এন্টারপ্রাইজ। এছাাড়াও ভালুকা উপজেলার বাটাজোর সোনারবাংলা কলেজ ও ভাওয়ালিয়াবাজু এলাকায় শহিদ স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে বলে এলজিইডি সুত্রে জানা যায়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com