প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৭, ২০২২ সময়ঃ ৬:৩২ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশের অভিযানে পরোয়ানাভূক্ত আসামী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়কসহ দুইজন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল বৃহষ্পতিবার ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির সরকারকে উস্থি এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিএনপি নেতা কবীর সরকারের নামে বিশেষ ট্রাইবুনাল মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। একই অভিযানে একাধিক ডাকাতি মামলার আসামী দত্তেরবাজার ইউনিয়নের বিরই নদীর পাড় এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেনকে পাগলা থানা পুলিশ বুধবার রাতে ভালুকা উপজেলা থেকে গ্রেফতার করে।
পাগলা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান বলেন, বিএনপি নেতা আদালতের গ্রেফতারি পরোয়ানা এড়িয়ে আত্মগোপনে ছিলেন। এছাড়া ২০০৮ সালে গফরগাঁও থানার ডাকাতি মামলায় পলাতক আসামী আনোয়ারকে গ্রেফতার করে ময়মনসিংহ আদালতের মাধ্যমে বৃহষ্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।