প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৭, ২০২২ সময়ঃ ৬:১৯ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাব আয়োজনে প্রয়াত সাংসদ আলতাফ হোসেন গোলন্দাজের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রæয়ারি) দুপুরে প্রেসক্লাবের শামসুল হক মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সবুজের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুমের পুত্র স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক এম সালাউদ্দিন পলাশ, পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক তাজমুন আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল সহ উপজেলার বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে প্রয়াত সাংসদের বর্ণাঢ্য জীবনী স্মৃতিচারণ করার পর দোয়া ও মোনাজাতে প্রয়াত সাংসদের শান্তি কামনা করেন।