প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৭, ২০২২ সময়ঃ ৫:১১ অপরাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
টঙ্গী প্রেসক্লাবের প্রায় ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার গাজীপুরের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। আদালত অভিযোগ তদন্তের জন্য গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আরজি সূত্রে জানা যায়, টঙ্গী প্রেসক্লাবের বিগত ২০১৯-২০২১ইং মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি আলী হায়দার ওরফে এম.এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, কোষাধ্যক্ষ হাসান মামুন ও কথিত কো-অপ্ট সহসাধারণ সম্পাদক রেজাউল কবির রাজীব যোগসাজশ করে ক্লাবের ২৭ লাখ ৭৮ হাজার ৮০২ টাকা আত্মসাত করেন। ক্লাবের সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটি ও বর্তমান কার্যনির্বাহী কমিটি পর্যায়ক্রমে আয়-ব্যয়ের হিসাব ও প্রেসক্লাবের প্রয়োজনীয় কাগজপত্র ফেরত চাইলে আসামীরা নানা টালবাহার আশ্রয় নেন। এমনকি আসামীদের কমিটি বিলুপ্ত ও মেয়াদ শেষ হওয়ার পরও তারা গোপনে প্রেসক্লাবের ব্যাংক একাউন্ট ব্যবহার করে সরকারি অনুদানের ২ লাখ ৮৫ হাজার টাকা আত্মসাত করেন।
মামলার বাদী টঙ্গী প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী বলেন, ঐহিত্যবাহী টঙ্গী প্রেসক্লাবের সুনাম রক্ষার্থে আমরা মামলা করতে বাধ্য হয়েছি। আসামীরা প্রেসক্লাবের নামে সরকারি অনুদান ১৩ লাখ ৩৫ হাজার টাকাসহ প্রায় ২৮ লাখ টাকা আত্মসাত করেছে এবং এখনো টঙ্গী প্রেসক্লাবের পদ-পদবি ব্যবহার করে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায় থেকে নানা ধরণের সুযোগ সুবিধা নিচ্ছে। এমনকি আমরা আয়-ব্যয়ের হিসাবসহ সংগঠনের প্রয়োজনীয় কাগজপত্র ফেরত চাইলে আসামীরা দুর্নীতির দায় থেকে রক্ষা পেতে প্রেসক্লাব জবরদখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মো. খোরশেদ আলী বলেন, প্রেসক্লাবের সদস্যরা আসামীদের বিশ্বাস করে নির্বাচিত করেছিলেন। কিন্তু আসামীরা পরস্পর যোগসাজশে নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য প্রতারণার আশ্রয় নিয়ে বিশ্বাস ভঙ্গ করে সংগঠনের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে জড়িয়ে পড়েন। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
#

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com