প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৭, ২০২২ সময়ঃ ৩:৫৮ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
অবশেষে মারা গেলেন ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রী অন্তরা (১৭)। উপজেলার কংশেরকুল গ্রামের মাছ ব্যবসায়ী রতন বর্মণের মেয়ে অন্তরা বিরুনীয়া সদর আলী সরকার মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে ভালুকা উপজেলার নিশাইগঞ্জমোড় এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে লরির ধাক্কায় বিরুনীয়াগামী একটি সিএনজি উল্টে সড়কের পাশের মাছের খামারে পড়ে যায়। এতে, উপজেলার কুল্লাব গ্রামের মোতালেব তালুকদারের ছেলে পল্লী চিকিৎসক কাঞ্চন তালুকদার (৩৫) মারা যান এবং কলেজছাত্রী অন্তরাসহ চারজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্যে অন্তরাকে ঢাকায় পাঠানো হলে বৃহষ্পতিবার সকাল নয়টার দিকে তিনি মারা যান।