বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২ সময়ঃ ১০:৫৪ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দিনব্যাপী অনুষ্ঠিত প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানটি পরিদর্শন করেছেন ভেটেরিনারি রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন ( ভেরিয়া)।
বুধবার (১৬ ই ফেব্রুয়ারি) ১১ টায় স্থানীয় তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠানটি পরিদর্শন করেন ভেটেরিনারি রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন।
প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে তারাকান্দার বিভিন্ন এলাকা হতে খামারিরা তাদের পোষা প্রাণী ষাঁড়, গাভী, বাছুর, ছাগল, হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি নিয়ে প্রদর্শনের জন্য নিয়ে আসন। খামারীরা তাদের পোষা প্রাণী ৩০ টি স্টলে প্রদর্শন করেন। ভেটেরিনারি রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন ( ভেরিয়া ) নেতৃবৃন্দ এসব প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠান ঘুরে দেখেন এবং খামারী দের সাথে কথা বলে কুশল বিনিময় করে খোঁজ খবর নেন। এসময় ভেটেরিনারি রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন এর সভাপতি মোঃ সাইফুল ইসলাম,সেক্রেটারি মো রুবেল হোসেন, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, জয়েন সেক্রেটারি মোঃ এরশাদুর জামান, উপদেষ্টা মোঃ আসাদুজ্জামান, এলানকো বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি শহিদুল ইসলাম ইমরান, বিএনএফ এগ্রো লিমিটেডে মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন। এর আগে নেতৃবৃন্দ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর ভেটেরিনারি সার্জন ডা: নাহিদ নাওরীনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
 তারাকান্দার বিভিন্ন এলাকা হতে খামারিরা তাদের পোষা প্রাণী নিয়ে ৩০ টি স্টলে প্রদর্শন করেন। প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ৭ টি ক্যাটাগরিতে ১৯ জন খামারীকে পুরস্কৃত করা হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com