প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২ সময়ঃ ৩:৫৮ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মোটর সাইকেল দূর্ঘটনায় জোবায়ের ঢালী (৩০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ১৬ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশীদ মহল ব্রীজে উপর উঠতে টোল ব´ এর সামনে ঘটে। সে গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের হুমাযুন ঢালীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুশুর বাড়ীর আতœীয়দের আপ্যায়নের জন্য বাজার করতে পাশ^বর্তী হোসেনপুর বাজারে যাওয়ার পথে খুরশীদ মহল ব্রীজ সংলগ্ন টোল ব´ এর সামনে অপরিকল্পিত ভাবে নির্মিত স্পিড ব্রেকারে মটর সাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় প্রবাসী জোবায়ের ঢালী।
নিহতের চাচা জাহাঙ্গীর ঢালী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।