বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৫, ২০২২ সময়ঃ ৫:০৬ অপরাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং কমিটিতে সৎ, যোগ্য ও শিক্ষাবান্ধব ব্যক্তিদের অন্তর্ভূক্তিসহ আট দফা দাবীতে গাজীপুরে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। টঙ্গী পাইলট স্কুল এণ্ড গার্লস কলেজ অধ্যক্ষ এবং গাজীপুর মহানগর স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে এ কর্মসূচী পালিত হয়। শহরের রাজবাড়ি রোডে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে আট দফা দাবীতে স্মারকলিপি দেওয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক চান্দনা স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার আদর্শ স্কুল এণ্ড কলেজ অধ্যক্ষ মো. দোলোয়ার হোসেন, রোভার পল্লী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো. জিল্লুর রহমান, সালনা মেমোরিয়াল স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন, টঙ্গী পাইলট স্কুল এণ্ড গার্লস কলেজের সহকারী অধ্যাপক মাহবুব উল আলম, আবুল কালাম আজাদ, সুরুজ আল মামুন প্রমুখ।
#

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com