প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৪, ২০২২ সময়ঃ ১১:০৮ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মিঠু (৩৫), মোঃ কবির মিয়া (২৯), মোঃ আব্দুল খালেক (৫০) এবং মোঃ লিয়াকত আলী (৫২)। এ সময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা’র অফিসার-ইনর্চাজ মো সফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান , সোমবার (১৪ফেব্রুয়ারী) সকাল ৮ টায় কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা এলাকা হইতে ৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রংপুর সদরের মোস্তাফিজুর রহমান ওরফে লতিফের ছেলে মিঠু, মুনছুর আলীর ছেলে মোঃ আব্দুল খালেক, মিঠাপুকুর থানার মোঃ হাফিজার রহমানের ছেলে মোঃ কবির মিয়া ।
এছাড়াও রোববার অপর অভিযানে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন ভালুকজান এলাকা হইতে ১ কেজি গাঁজাসহ মৃত চাঁন মামুদ, ছেলে মাদক ব্যবসায়ী মোঃ লিয়াকত আলী গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, ৪০ বোতল ফেন্সিডিল এবং ১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে ৪ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এবং ফুলবাড়ীয়া থানায় পৃথক পৃথক ২টি মামলা দায়ের করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।