প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৪, ২০২২ সময়ঃ ৬:৪৯ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি লড়ির চাপায় পিষ্ট হয়ে আবির (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার (১৪ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলায় রাওনা ইউনিয়নের ভারইল টু শহীদ জব্বার নগর সড়কের ভারইল গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আবির উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের প্রবাসী মোহাম্মদ কায়েসের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, খারুয়া বড়াইল গ্রামে বাবার বাড়িতে আনারী বেগম তার ছেলে আবির কে নিয়ে বসবাস করতো। ওই বাড়িতে নতুন ঘর নির্মান কাজের জন্য সোমবার সকালে পাশর্^বর্তী ইটভাটা থেকে ইটবাহী একটি লড়ি আসে। ইট নামানোর পর লড়িতে অন্যান্য শিশুদের সাথে আবিরও ওঠে। লড়ি থেকে নামার সময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।