প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৪, ২০২২ সময়ঃ ৫:২২ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে রাস্তা পারাপারে সময় মোটরসাইকেল চাপায় গুরুতর আহত বৃদ্ধ সিরাজ মিয়া (৮০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাড়া ভরট গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত সিরাজ মিয়া একই এলাকার মৃত এলাহি বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাড়া ভরট গ্রামের বৃদ্ধ সিরাজ মিয়া শনিবার বিকালে মসজিদে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে গফরগাঁও-ময়মনসিংহ সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল চাপা দিয়ে কয়েক গজ ছেচড়ে নিয়ে যায় । এতে সিরাজ মিয়া গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।