বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১২, ২০২২ সময়ঃ ৫:৩৯ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশেষ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে নগরীর রিক্সা, অটো ভ্যান চালক ও ভাসমান নাগরিকদের জন্য এ বিশেষ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১৫,১৬ এবং ১৭ ফেব্রুয়ারি তারিখে দেওয়া হবে এ টিকা।
বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারী প্রকোপ এখনো কমেনি। প্রতিদিন আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষ। এর থেকে বেঁচে থাকতে হলে মানতে হবে স্বাস্থ্যবিধি। মাক্স পরিধান এবং সামাজিক দূরত্ব সহ সকল সতর্কতা বজায় রাখতে হবে। পাশাপাশি গ্রহণ করতে হবে টিকা।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অধীনে নগরীর রিক্সা, অটো, ভ্যানচালক ও ভাসমান নাগরিকদের জন্য নগরীর কয়েকটি স্থানে কোভিড-১৯ টিকাদান কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেন্দ্রগুলো হলো শিকারিকান্দা বাজার, ঢাকা বাইপাস মোড়, শম্ভুগঞ্জ বাজার তিন রাস্তা মোড়, চরপাড়া মোড় বাটার সামনে, রেল স্টেশন চত্বর, সুতিয়াখালী তিন রাস্তা মোড়, আকুয়া বাইপাস মোড় এবং রহমত পুর বাইপাস মোড়।
এসকল টিকাকেন্দ্রে টিকা গ্রহণকারীদের জন্ম নিবন্ধন, এনআইডি দিয়ে টিকার কার্ড গ্রহণ করে টিকার প্রথম ডোজ নিতে হবে। পরবর্তী এক মাস পর একই স্থান থেকে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, আসুন সকলেই কোভিড-১৯ টিকা গ্রহণ করি। সকল স্বাস্থ্যবিধি মেনে চলি সুস্থ থাকি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com