বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১১, ২০২২ সময়ঃ ১০:১৫ অপরাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম গতকাল শুক্রবার টঙ্গীতে স্থানীয় মহিলা যুবলীগের এক নেত্রীর মেয়ের বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেওয়ায় গাজীপুরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বরখাস্তকৃত মেয়রকে আমন্ত্রণ জানানোয় ওই নেত্রীকে দল থেকে বহিষ্কারের দাবী উঠেছে।
জানা গেছে, টঙ্গী পূর্ব থানা যুব মহিলালীগের যুগ্ম আহ্বায়ক নূরুন নাহারের মেয়ের বিবাহ অনুষ্ঠান শুক্রবার দুপুরে স্থানীয় ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদ নগর ৬ নং ব্লকে অনুষ্ঠিত হয়। নুরুন নাহারের আমন্ত্রণে গাসিকের বরখাস্তকৃত মেয়র মো. জাহাঙ্গীর আলম উক্ত অনুষ্ঠানে অংশ নেন। এ ঘটনায় জাহাঙ্গীর সমর্থক ও বিরোধীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের সমর্থক জনৈক ইমন খান প্রথমে এ সংক্রান্তে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন। তাতে ছবির ক্যাপশন হিসেবে তিনি লিখেন ‘আজ টঙ্গীতে কয়েকটি সামাজিক অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র আলহাজ্ব এ্যাডঃ মো. জাহাঙ্গীর আলম মহোদয়’।
এদিকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জাতির জনক ও মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তিকারী বারখাস্তকৃত মেয়রকে নিজের মেয়ের বিবাহ অনুষ্ঠানে দাওয়াত দেওয়ায় টঙ্গী পূর্ব থানা যুব মহিলালীগের যুগ্ম আহ্বায়ক নুরুন নাহারকে দল থেকে বহিষ্কারের দাবী জানিয়েছেন। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা যুব মহিলালীগের একাধিক নেত্রী অভিযোগ করে জানান, চিহ্নিত মাদক কারবারি ও বিতর্কিত নেত্রীদের দিয়ে কমিটি দেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। চিহ্নিত মাদক কারবারি সীমা আক্তারকে ইতিপূর্বে যুব মহিলালীগের ৫৫ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্বাচিত করায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরে অবশ্য ব্যাপক বিতর্কের মুখে ওই কমিটি স্থগিত করা হয়। এদিকে বিতর্কিত নেত্রীদের দিয়ে টঙ্গী পূর্ব থানা যুব মহিলালীগের কমিটি করায় দলের ভেতর ক্ষোভ বিরাজ করছে বলেও দলটির একাধিক নেত্রী অভিযোগ করেন। টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক লাবনি আক্তার অভিযোগ করে বলেন, ‘আমাদের আহ্বায়ক কমিটির আহ্বায়ক জান্নাতুর রূপার সাথে পরামর্শ করেই যুগ্ম আহ্বায়ক নূরুন নাহার আমাদেও জাতির পিতাকে কটুক্তিকারী বরখাস্তকৃত মেয়রকে আমন্ত্রণ জানিয়েছেন। এমন নেত্রীদের সাথে আমরা রাজনীতি করতে চাই না, তাদের বহিষ্কার চাই।’
এদিকে এব্যাপারে নূরুন নাহারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি মেয়র সাবকে আমন্ত্রণ জানাইনি, ওনি অন্য একটি অনুষ্ঠান থেকে যাওয়ার পথে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান দেখে স্বেচ্ছায় গাড়ি থেকে নেমে কিছুক্ষন অবস্থান করেন। পরে কিছু না খেয়েই চলে যান।’
#

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com