প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১১, ২০২২ সময়ঃ ৮:২৫ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে লামকাইন গ্রামে একরাতে এক কৃষকের ৫টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।
আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে কৃষক একলাস মিয়া গোয়াল ঘরে গরু বেঁধে রেখে ঘরে ঘুমাতে যান। পরে শুক্রবার ভোর বেলায় উঠে দেখতে পান তার ২ টি গাভী, ১ টি বকনা ও ২ টি বাছুর চুরি হয়ে গেছে। সকালে কৃষক একলাস মিয়া গোয়ালে গরু দেখতে না পেয়ে পুরো এলাকায় খোঁজ করে কোথাও হদিস মেলেনি। খবর পেয়ে পাগলা থানায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিভিন্ন এলাকায় একের পর এক গরু চুরি হওয়ার ঘটনায় কৃষক ও খামারীদের মাঝে গরু চুরির আতঙ্ক বিরাজ করছে।