বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১০, ২০২২ সময়ঃ ৬:৪৮ অপরাহ্ণ

খালেকুজ্জামান জিএম ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় লীজ নেওয়া জমি জবরদখলের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
এ ব্যাপারে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,
উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের রহমান মিয়া গংদের সাবেক ১০৫ দাগে, তাঁরা বিলে জমি লীজ নিয়ে ১৫ বছর যাবত মাছের ব্যবসা করে আসছে একি এলাকার মৃত মাছুম আলীর ছেলে শাহজাহান মিয়া। তিন বছর ধরে তিন লক্ষ টাকা জমির ভাড়া বকেয়া থাকা সত্ত্বেও ভাড়া পরিশোধ না করে জোরপূর্বক বিলে মাছ চাষ করে যাচ্ছে। এদিকে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবৈধ ভাবে বিলের জমি জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে শাহজাহান মিয়া। জমি ফেরত বা ভাড়ার টাকা চাইতে গেলে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন বাদী রহমান মিয়া। এমনকি এ ব্যাপারে টাকা চাইতে গেলে বাদীকে বিভিন্ন হুমকি দাম কি দেন অভিযুক্ত শাহজাহান মিয়া।

অভিযুক্ত শাহজাহান জানান, বকেয়া পাওনা অচিরেই দিয়ে দেয়া হবে।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, এসআই হাবিবুর রহমানকে দায়িত্ব দিয়েছি বাদী এবং বিবাদী কে ডেকে অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com