বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১০, ২০২২ সময়ঃ ৬:৩৬ অপরাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় নির্বাচনে হেরে গিয়ে এক মেম্বার প্রার্থী বিজয়ী প্রার্থীর ছেলেসহ দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। আহতদের ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় মেম্বার আহম্মেদ আলী বাদি হয়ে মামুন, মাজাহারুল ইসলাম, আজহারুল, ওয়াসিকুল, আরিফ, রুবেল, আল আমিন, ফাহাদ, সজিব এমরান, বিল্লাল, ফরহাদেও নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪/৫ জনের নামে ভালুকা মডেল থানায় মামলা (নম্বর-৮) দায়ের করেছেন

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারী ইউপি নির্বাচনে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ভাটগাঁও গ্রামের আহম্মদ আলী ইউপি সদস্য হিসেবে বিজয়ী হন। ফলাফলের পর পরাজিত প্রার্থী হারুন অর রশিদ ক্ষিপ্ত হয়ে উঠেন এবং এক পর্যায়ে তার দলবল নিয়ে বিজয়ী প্রার্থীর ছেলে লিখন আহম্মেদের উপর চড়াও হয়। এ সময় লিখনকে এ্যালোপাথারী মারপিট ও কুপিয়ে আহত করা হয়। খোঁজ পেয়ে তার সমর্থক আবিদ খান ছুটে গেলে তাকেও মারপিট করা হয়। পরে আহত লিখন ও আবিদকে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় লিখনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে অভিযুক্ত হারুন অর রশিদের সাথে কথা বলার জন্য চেষ্টা করেও তাকে না পাওয়া যাওয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, ওই ঘটনায় মামলা হয়েছে এবং আসামী গ্রেফতারে অভিযান চলছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com