বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৯, ২০২২ সময়ঃ ৭:১৮ অপরাহ্ণ

খালেকুজ্জামান জিএম,ভালুকা প্রতিনিধি:
ভালুকায় স্থাপনকৃত ড্রেন কেটে বন্ধ করে দেয়ায় পানি সেচের অভাবে ধান উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কায় ভোগছেন কৃষকগন। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাচিনা ইউনিয়নের ঢাকুরিয়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে নামাজ উদ্দিনের পরিবারের সাথে একই এলাকার বাদল মিয়ার পারিবারিক বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে নামাজ উদ্দিনের পরিচালনায় গভীর নলকূপের ড্রেনে পানি যাওয়ার সময় বিবাদী বাদল মিয়া ৩০ বছরের স্থাপনকৃত ড্রেন কেটে বন্ধ করে দেয়।
ঘটনার প্রতিবাদ করতে গেলে বাদল মিয়া ও তার লোকজন নামাজ উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন হুমকি দেয়। এমনকি পানি সেচের জন্য চেষ্টা করলে প্রানে মেরে ফেলার ভয়ভীতি প্রদান করে। এতে করে পানি সেচের অভাবে ফসল উৎপাদন ব্যহত হওয়ার উপক্রমসহ। এলাকার কৃষকদের বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।এর ফলে জমিগুলোর বর্গাচাষিরা চলতি মৌসুমে ফসল ফলাতে সমস্যা হবে বলে অভিযোগ করছেন। অভিযোগকারী নামাজ উদ্দিনসহ এলাকাবাসী বিষয়টির সুষ্ঠু সমাধান নিশ্চিতকল্পে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ব্যাপারে প্রতিপক্ষ বাদল মিয়া বলেন, আমাদের চলাচলের রাস্তাটির প্রতিবন্ধকতা সৃষ্টি করায়, আমরা আমাদের জমির উপর দিয়ে ড্রেন নিতে নিষেধ করি।
এঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নামাজ উদ্দিন জানান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com