বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৯, ২০২২ সময়ঃ ২:১২ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ),৯ ফেব্রুয়ারীঃ
‘এমন কোন দেশ নেই, চাকুরী আছে বেতন নেই’ এই স্লোগানে ৯ ফেব্রুয়ারি বুধবার সকালে ময়মনসিংহের ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করনসহ ৮ দফা দাবীতে মানববন্ধন করেন শিক্ষকরা। মানববন্ধন শেষে বিক্ষাভ মিছিল করে উপজলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধর বিনা বেতন চাকুরী করে আসছেন তারা। তাদের পরিবারকে ঠিকমতো ভরন পোষন ও মা বাবাকে কিছুই দিতে পারছেন না। সরকার যদি তাদের বেতন-ভাতা দিতো, তাহলে ভালো শিক্ষাদানসহ পরিবারকে নিয়ে কোনমতো দিন কাটাত পারতেন। মানববন্ধনে কানাজড়িত কন্ঠে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক মাওলানা আব্দুর রহমান শাহজাহান, খোরশেদ আলম, হাফেজ ফয়সাল ও ইব্রাহীম প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com