প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৮, ২০২২ সময়ঃ ৫:৪৫ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ৮ ফেব্রুয়ারীঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা বাজারে সিথি এন্টারপ্রাইজ নামে একটি সার ও কিটনাশকের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১০ টার সময়। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার কাচিনা বাজারে সিথি এন্টারপ্রাইজের মালিক সফিকুল ইসলাম ফকিরের সার ও কিটনাশকের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে বাজারের লোকজন ফায়ারসার্ভিসকে খবর দেয়। পরে ভালুকা ফায়ারসার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। দোকান মালিক জানান, আগুনে তার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভালুকা ফায়ারসার্ভিনের স্টেশন মাষ্টার আল মামুন জানান, অগ্নিকান্ডের সময় দোকানটি বন্ধ ছিলো। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মোট পড়া হয়েছে: ১৯৬