প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৫, ২০২২ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধি, ৫ ফেব্রুয়ারীঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মশাখালী গ্রামের কৃষকদের সাথে গতকাল শনিবার (৫ ফেব্রæয়ারি) দুপুরে মতবিনিময় সভায় করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
মতবিনিময়কালে জেলা প্রশাসক মোঃ এনামুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করছে। মাঠ পর্যায়ে কৃষকদের সার, বীজ, কীটনাশক ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে। দেশকে এগিয়ে নিতে হলে কৃষকের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে। এক সময়ের খাদ্য ঘাটতির দেশ খাদ্যে আজ স্বয়ংসম্পূর্ণ।
জেলা প্রশাসকের মতে, কৃষি গবেষণার মাধ্যমে ফসলের উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন, কৃষি উপকরণে ভর্তুকি প্রদান ও সহজলভ্যকরণ, সারের সুষম ব্যবহার নিশ্চিতকরণ, সেচসুবিধা সম্প্রসারণের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর টার্গেট অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। এছাড়া ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।কৃষিতে আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহৃত হচ্ছে। এছাড়া কৃষিতে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের কারণে কৃষি খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ মতিউজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল আমিন, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব প্রমুখ।