বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৪, ২০২২ সময়ঃ ৯:৪৩ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি, ৪ ফেব্রুয়ারীঃ

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একদল তরুণ স্বপ্নবাজ মেধাবী শিক্ষার্থী দেশে প্রথমবারের মতো রকেট তৈরি করেছে। শিক্ষার্থী নাহিয়ান আল রহমান এবং তার দল এ রকেট আবিষ্কার করে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তাদের তৈরি রকেট উৎক্ষেপণের অপেক্ষায়। সরকারের অনুমতি পেলেই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে।

২০ সদস্যের স্বপ্নবাজ এ তরুণ প্রকৌশলী দলনেতার নাম মো. নাহিয়ান আল রহমান । তার জন্মস্থান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ২০১১-১২ শিক্ষাবর্ষের ইলেক্টিক্যাল অ্যান্ড ইলেক্টনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

জানা জায় , ছোটবেলা থেকেই বিমান ও রকেট তৈরির নেশা ছিল নাহিয়ান আল রহমানের। সেসময় এই স্বপ্নের ডানা না মেললেও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার পর তার স্বপ্ন ডানা মেলতে শুরু করে। সহপাঠী বন্ধু নিয়ামুল ইসলামের কাছে তার স্বপ্নের কথা জানান নাহিয়ান। এতে সায় দেন নিয়ামুলও। সহযোগিতায় এগিয়ে আসে সাইদুর, নাদিম, লিয়ান, আবরার, রিজু, বিন্দু, নাইম, আশরাফসহ অনেকেই। শুরু হয় রকেট তৈরির গল্প।

তখন সময় ২০১২ সাল। এরপর তারা দেশ-বিদেশের পরিচিত বড় ভাই-বন্ধুদের কাছ থেকে রকেট সংক্রান্ত বই সংগ্রহ শুরু করেন। এভাবে তারা প্রায় চার শতাধিক বই গবেষণা করে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ শুরু করেন। কিন্তু মাঝ পথে এসে টাকার অভাবে ছিটকে পড়েন তারা। তবে থেমে যাননি এই স্বপ্নবাজ তরুণরা।

এরপর ২০১৯ সালে ফের ব্যক্তিগতভাবে টাকা সংগ্রহ করে ২০ জনের দল নিয়ে শুরু হয় রকেট তৈরির কাজ। এভাবেই ২০২১ সালের শেষ দিকে এসে তারা রকেট তৈরির কাজ শেষ করেন।

রকেট তৈরির ব্যাপারে নাহিয়ান বলেন, রকেটের জন্য প্রাথমিকভাবে তরল জ্বালানির ইঞ্জিন ডিজাইন করা হয়। কিন্তু পরবর্তীতে অর্থাভাবে ও করোনা মহামারির কারণে তরল অক্সিজেনের দাম বৃদ্ধি পাওয়ায় প্রজেক্ট চালানো কষ্টকর হয়ে পড়ে। ফলে বিকল্প হিসেবে সলিড ফুয়েলের ৪০০ নিউটন ও ১৫০ নিউটন থ্রাস্টের দুটি ইঞ্জিনের প্রোটোটাইপ তৈরি করা হয় এবং রকেটের আকৃতি কমানো হয়। বর্তমানে ৬ ফুটের দুটি ও ১০ ফুট উচ্চতার আরও দুটি প্রোটোটাইপ রকেট উৎক্ষেপণযোগ্য করে প্রস্তুত করা হয়েছে।  ১৫০ নিউটন ফোর্সের ৬ ফুট উচ্চতার দুটি রকেটের রেঞ্জ প্রায় ২০ কিলোমিটার এবং ৪০০ নিউটন ফোর্সের ১০ ফুট উচ্চতার অন্য দুটি রকেটের রেঞ্জ প্রায় ৫০ কিলোমিটার।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন আলফা সায়েন্স ল্যাবে টানা তিন বছর এ গবেষণা চলেছে ।
এর আগেও আলফা সায়েন্স ল্যাবের এই শিক্ষার্থীদের একাধিক রোবোটিক্স প্রজেক্ট সফল হয়েছে। তারা ২০১৯ সালের নভেম্বরে অনুষ্ঠিত টেকফেস্ট নির্বাচনী পর্বে চ্যাম্পিয়ন হয়। পরে তারা ভারতের বিখ্যাত আইআইটিতে অনুষ্ঠিত টেকফেস্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। সেখানেও তারা শীর্ষ-৫ এ জায়গা করে সেমি ফাইনাল পর্যন্ত যায়।

দীর্ঘ গবেষণায় তারা রকেট আবিষ্কারের প্রথম ধাপে সফল হলেও এখন প্রয়োজন সরকারের কারিগরি সহযোগিতা ও অনুমতি প্রয়োজন। তবেই উৎক্ষেপন হবে দেশের আকাশের প্রথম তৈরি রকেট।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com