বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২, ২০২২ সময়ঃ ৩:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা দ ডেক্স, ২ ফেব্রুয়ারিঃ
ময়মনসিংহের ভালুকায় নির্বানোত্তর সহিংসতায় পৃথক কয়েকটি ঘটনায় ছয় পুলিশসহ অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক ঘটনায় পনিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩১ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ৪০৭ জনের নামে মঙ্গলবার দুপুরে মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ সাদ্দাম হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভালুকায় ইউপি নির্বাচনে উপজেলার রাজৈ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে মঈনউদ্দিনকে মেম্বার হিসেবে বিজয়ী ঘোষণার পর রাত সাড়ে ৭ টার সময় পরাজিত দুই সহোদর প্রার্থী ইব্রাহিম ও রমজান আলী এই ফলাফল মানেননি। তাৎক্ষনিক পরাজিত মেম্বার প্রার্থীদের লোকজন ভোট গণনাকারী ও আইনশৃঙ্খলা সদস্যদের উপর হামলা করে। এসময় হামলাকারীরা ইভিএম মেশিন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরিস্থি’তি সামাল দিতে পুলিশ ৩১ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ৪০৭ জনের নামে মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে।
অপরদিকে উপজেলার বাটগাঁও গ্রামে বিজয়ী ইউপি সদস্য আহম্মদ আলীর লোকজন পরাজিত গাজী মোহাম্মদ হারুনের লোকদের উপর হামলা চালায়। এসময় হারুনের মেয়ে জামাই মামুন, সমর্থক জুয়েল ও ভাতিজা মামুন আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হারুনের অপর সমর্থক রাজ্জাকের মনোহারী দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
উপজেলার ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার দুপুরে ভরাডেবা ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান শাহ আলম তরফদারের ভাগিনা সোহেলের নেতৃত্বে স্বতন্ত্র পরাজিত প্রার্থী মোস্তাফিজুর রহমানের কর্মী আবুল বাশারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় প্রতিবাদ করায় বাশার ও তার স্ত্রী তাহমিনা আক্তার আহত হন। তাদেরকে ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় চা স্টল মালিক সামাদ ও জায়েদুল, পান দোকানদার খাইরুল ইসলাম, হোটেল ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠার বন্ধ করে দেয়া হয়। পুলিশ ঘটনাস্থ’ল পরিদর্শণ করেছে।
আহত বাশার জানান, তিনি ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে নির্বাচন করায় বিজয়ী চেয়ারম্যান শাহ আলমের ভাগিনা সোহেলের নেতৃত্বে একদল লোক তার বাড়িতে হামলা চালায় এবং সগদ এক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নেয়। এ সময় স্ত্রীসহ তিনি আহত হন বলে জানান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলার বরাইদ গ্রামে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন সরকারের লোকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী এসএম সায়েদুজ্জান মুমিনের এজেন্ট মাসুদসহ তিনজন আহত হন। মাসুদকে ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর নির্বাচনী কেন্দ্রের এজেন্ট তৌহিদ, শাহিন ও শাওনকে প্রতিপক্ষরা ব্যাপক মারধর করে। আহতদের আশঙ্কাজনক অব¯’ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার রাজৈ ইউয়িনের বিজয়ী চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা জানান, ভোট গণনার পর দুই পরাজিত মেম্বর প্রার্থীর লোকজন কেন্দ্রে হামলা করে ইভিএম মেশিন ছিনিয়ে নিয়ে যায়। পরে মঙ্গলবার সকালে কেন্দ্রের পাশ থেকে মেশিনটি উদ্ধার করা হয়।
ভরাডোবা ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান শাহ আলম তরফদারের মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করলেও রিসিভ না করায়, তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, রাজৈ ইউনিয়নে পরাজিত মেম্বার প্রার্থীরা ভোট কেন্দ্রে হামলা করে নির্বাচনী সামগ্রী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় এসআই মাসুদ আহমেদ, এটিএসআই মোবারক হোসেন, কং কবির রায়হান, কং ইদ্রিস আলী, কং মেহেদী হাসান ও কং সজিব আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩১ রাউন্ড গুলি ছুড়া হয়। এ ঘটনায় এসআই মাসুদ বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০/৪০০ জনের নামে মামলা (নম্বর-১) দায়ের করেছেন। ভরাডোবায় এক বাড়িতে হামলার বিষয়ে পুলিশ ঘটনা¯’ল পরিদর্মণ করেছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com