বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২, ২০২২ সময়ঃ ২:৪৭ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক দুই দুইবারের সাবেক সংসদ সদস্য আবুল হাশিম আর নেই। তিনি আজ বুধবার (২ ফেব্রæয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সকাল সাড়ে সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আগামীকাল বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারি) মরহুমের নামাজে জানাযা সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ীতে ও সকাল ১১টায় গফরগাঁও সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হবে।
মরহুম আবুল হাসেম ১৯৩৪ সালের ১৭ আগস্ট ময়মনসিংহ জেলার গফরগাঁও ইউনিয়নের গফরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আকতার হোসেন ছিলেন একজন কৃষক এবং মাতা মরহুমা নূরুন নাহার ছিলেন গৃহিণী। তিনি ১৯৫০ সালে গফরগাঁও সরকারি কলেজের ছাত্র সংসদের প্রথম ভিপি ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকান্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৬৯ সালে আগড়তলা ষড়যন্ত্র মামলা চলা কালে আন্দোলনকে নেতৃত্ব দেন। ১৯৭০ সালের নির্বাচনে তৎকালিন প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে ১৯৭৩ সালের সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যার পর বঙ্গবন্ধুর সহযোদ্ধাদের সাথে তিনিও গ্রেফতার হন। এমপি হাশিম ১৯৭৭ সালে জেল থেকে বের হন। নারী শিক্ষার অগ্রায়নে তিনি গফরগাঁও মহিলা ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেন। মরহুমের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন ও গফরগাঁও প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব শোক প্রকাশ করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com