প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৩০, ২০২২ সময়ঃ ৩:৪৯ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্তসহ দুই আসামী গ্রেফতার হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) ভোররাতে পুলিশের এ বিশেষ অভিযানে ১জন ওয়ারেন্টভুক্ত ও ১জন চুরি মামলায়সহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশ তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে় ময়মনসিংহ আদালতে প্রেরণ করে। আসামিরা হলেন, উপজেলার পালইকান্দা গ্রামের আঃ রহমানের ছেলে মোঃ মানিক (৩৫) ও পাশ^বর্তী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার তারাপাশাঁ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সোহেল মিয়া (২৬)। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও চুরি মামলায় ২জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের রোববার সকালে আদালত…প্রেরণ করা হবে।