বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৩০, ২০২২ সময়ঃ ২:১০ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায়  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জন ও উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে  নতুন শনাক্ত হয়েছেন আরও ১৫৯ জন।

রোববার সকালে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেন।

ডা. মহিউদ্দিন খান জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের মায়া রানি (৬৪) এবং শেরপুর সদরের লুতফর রহমান (৪২)। এ সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয় ৩ জনের। এরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার ফজলুল হক (৬৫), ভালুকা উপজেলার নুরুল হক (৬৫), ঈশ্বরগঞ্জ উপজেলার দুলাল মিয়া( ৫২)।

করোনা ইউনিটের এ ফোকাল পার্সন জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫৯ জন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। বর্তমানে করোনা ইউনিটে ৩৭ জন পজিটিভ রোগীসহ ভর্তি রয়েছেন ৭৩ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ৪ জন রোগী।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com