বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৫, ২০২২ সময়ঃ ১০:৫৯ অপরাহ্ণ

জালালুর রহমান, মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,সাংবাদিক এস এম জালাল উদ্দীনের পিতা, উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন (৮৫) আর নেই। ২৫/জানুয়ারী মঙ্গলবার বেলা ১ ঘঠিকার সময় তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বাদ মাগরিব দক্ষিণ বড়ধামাই হযরত বোতাইশাহ্ (রঃ) মাজার মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাষ্ট্রিয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা সহকারী (ভূমি) কমিশনার রতন কুমার অধিকারী,জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম,ও মৌলভীবাজার জেলা থেকে আগত বাংলাদেশ পুলিশের বিশেষ টিম।জানাজার নামাজে বক্তব্য রাখেন,  পূর্ব জুড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রুয়েল উদ্দিন,গোয়ালবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন প্রমূখ।
উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন ছিলেন মহান মুক্তিযুদ্ধের এক অকোতভয় সৈনিক। ৭১ এর রণাঙ্গনে জুড়ীর প্রয়াত জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ মুমীত আসুকের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন সাহেব ৭১’র স্বাধীনতার পূর্বে তিনি ছিলেন, মুজাহিদ বাহিনীর সদস্য।তিনি ছিলেন, জুড়ীর পূর্বাঞ্চলের সকল মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম সাহসী যোদ্ধা।ভারতের কুকিরথলে প্রশিক্ষণ নেয়া এ মুক্তিযোদ্ধা লাঠিটিলা,শমশেরনগর,জুড়ীসহ বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com