বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৪, ২০২২ সময়ঃ ৮:১২ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত পাঁচটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে আঠার লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার ( ২৪ জানুয়ারি ) তারিখে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদর উপজেলার শহরতলীর এলাকায়  অবস্থিত অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর ও ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এর নেতৃত্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদর এলাকায় অবস্থিত পাঁচটি অবৈধ ইটভাটা মেসার্স এইচ এম বি ব্রিকস, মেসার্স সেবা ব্রিকস, মেসার্স রতন ব্রিকস, মেসার্স  আনোয়ার ব্রিকস, মেসার্স চমক ব্রিকস ইটভাটায়  মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমাট ১৮,০০,০০০ (আঠার লক্ষ) টাকা জড়িমানা ধার্য এবং তাৎক্ষনিক আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ  জেলা কার্যালয়ের পরিদর্শক  মোঃ রুহুল আমিন। এ সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক  মিহির লাল সরদার উপস্থিত ছিলেন এবং ময়মনসিংহ জেলা পুলিশ নিরাপত্তা প্রদান করে সহায়তা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগনকে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।  অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com